পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সি এল ডব্লু লেবার ইউনিয়ন এর প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চিত্তরঞ্জন থানার অন্তর্গত চিত্তরঞ্জন কারখানার লেবার ইউনিয়নের সকল সদস্যবৃন্দ একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাস এর মূল্যের বিরুদ্ধে চিত্তরঞ্জন রেল শহরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করল ।শনিবার চিত্তরঞ্জন এর বিভিন্ন রাস্তায় বাইক ,মোটর সাইকেল নিয়ে হেটে হেটে এই প্রতিবাদ মিছিলে যোগ দেন চিত্তরঞ্জন ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ।তারা মিছিল শুরু করে চিত্তরঞ্জন শহরের বহু রাস্তা পরিদর্শন করে এই মিছিল পেট্রোল পাম্প সংলগ্ন ময়দানে শেষ হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/06/IMG-20210626-WA0022-500x296.jpg)
মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন যেভাবে করোনা অতিমারীর সময় পেট্রোল ডিজেল এর দাম আকাশ ছোঁয়া রান্নার গ্যাস ও অন্যান্য দৈনন্দিন যাবতীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে।এইসকল মূল্যবৃদ্ধির প্রতিবাদে
আজকে সকল লেবার ইউনিয়নের সদস্য এই মিছিলে যোগদান করেন।তাছাড়া একই সঙ্গে শ্রমিক বিরােধী কৃষক বিরােধী নতুন লেবার কোড বাতিল করা ও নতুন কৃষি বিল বাতিল করার দাবি জানানাে হয়।তাদের তরফে বলা হয় দেশের সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চরম খেলায় মত্ত হয়েছে কেন্দ্র সরকার আর তাথেকে অবিলম্বে পিছিয়ে আসতে হবে সরকারকে। দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থাগুলিকে বেসরকারি করনের চেষ্টার তীব্র বিরােধিতা করে বক্তব্য রাখা হয়। তারা বলেন দেশের সরকার আত্মঘাতী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ।তাদের তরফে আরাে বেশ কিছু দাবি দাবা নিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজারের মাধ্যমে রেলমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। এই দাবি পত্রের প্রতিলিপি দেওয়া হয় রেল বাের্ডেও ।
অন্যদিকে লেবার ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানাে হয়েছে যে চিত্তরঞ্জন কারখানার পক্ষ থেকে চিত্তরঞ্জন রেল কারখানার স্টিল ফাউন্ড্রি বিভাগকে বন্ধ করে দিয়ে বিভাগটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে ।তারা দাবি জানান
স্টিল ফাউন্ড্রির কর্মীদের অন্য বিভাগে সরানো হচ্ছে তাদের সেখানে সারাবছর কাজ দিতে হবে।একই সাথে চিত্তরঞ্জন রেল কারখানার জন্য যেসব যন্ত্রাংশ বাইরে থেকে আনা হচ্ছে তা এখানেই তৈরি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যদি তা করা না হয় তাহলে সমস্ত কর্মী ভয়ঙ্কর বিক্ষোভে সামিল হবেন।
এদিন এই মিছিলের মধ্যে ছিলেন সভাপতি আরএস চৌহান এবং পদাধিকারী স্নেহাশিস চক্রবর্তী সহ বহু কর্মী বৃন্দ ।