BARABANI-SALANPUR-CHITTARANJAN

দোমোহানী বাজারে গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা: বারাবনি ব্লকের  দোমোহানি গ্রাম পঞ্চায়েতের দোমোহানী বাজারে  তরুণ দুই ভাই লকডাউন কে দেখে গরিব মানুষের হাতে  খাদ্য সামগ্রী তুলে দিলেন  খাদ্য সামগ্রী যেখানে  এই সামগ্রী তুলে দিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল ব্লক প্রেসিডেন্ট Asit singবারাবনি পঞ্চায়েত সমিতির,  পশ্চিম বর্ধমান বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি,  বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী, সহ-সভাপতি সুকুমার সাধু, বারাবনি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রদীপ মিত্র, জাম গ্রাম পঞ্চায়েতের প্রধানকেশব রাউত, বারাবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরী , দমহানি গ্রাম পঞ্চায়েতের সদস্য গোলাম মোর্তোজাপ্রায় 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *