বিধায়ক বিধান উপাধ্যায় উদ্বোধন করলেন রাস্তার বাতি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনির ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের নুনি মোড় থেকে কন্যাপুর হয়ে জনার্দ্দন সায়ের পর্যন্ত পথ বাতির উদ্বোধন করেন বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃতীয় বারের জয়ী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় এদিন তিনি নারিকেল ফাটিয়ে রাস্তা বাতির সুইচ দেবে আলো গুলি জ্বালিয়ে এই রাস্তা বাতির উদ্বোধন করেন ।তিনি বলেন এলার মানুষের তিনটি বিশেষ করে চাহিদা ছিল যারমধ্যে রাস্তা ,আলো, আর জল ।
তিনি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করছেন একেএকে ভোটের আগে মানুষের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এই এলাকার রাস্তা গুলি অন্ধকার থাকে মানুষের যাতায়াতের চরম অসুবিধা হয় তাই রাস্তার সাথে সাথে আসানসোল আড্ডার সহযোগিতায় পথ বাতির বাবস্থা করেছেন ।বাকি যেসকল জায়গা বাকি রয়েছে সেগুলিও ধীরে ধীরে আলোকময় করে তোলা হবে ।এদিন এই অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন নুনি পঞ্চায়েত প্রধান মামনি বাউড়ি , পঞ্চায়েতের সদস্য মাধব তেওয়ারী ,বাবু মিশ্র, পতিত তেওয়ারী, সুখেন তেওয়ারী সহ অনেকে ।