সাতদিন ধরে নিখোঁজ আসানসোলের যুবক, কয়লা খনির ভেতরে যুবক পড়ে গেছে, বিষাক্ত গ্যাস থাকায় পরিত্যক্ত কয়লাখনিতে নামতো পারলো না ইসিএলের উদ্ধারকারী দল
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ২৮ জুনঃ আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি কাঁটা ঘরের বাসিন্দা ২৩ বছরের যুবক হুসেন আনসারি গত সাত দিন ধরে নিখোঁজ। যুবকের বাড়ির লোকেরা আসানসোল দক্ষিণ থানায় গোটা ঘটনার কথা জানিয়ে একটি নিখোঁজের অভিযোগ জানিয়েছেন। পুলিশ রবিবার ঐ যুবকের পরিবার সূত্র থেকে জানতে পারে, কালিপাহাড়ির ঘুসিকের পরিত্যক্ত কয়লা খনির ভেতরে নাকি যুবক পড়ে গেছে। সেইমতো ইসিএলের আধিকারিকরা আসানসোল দক্ষিণ থানার পুলিশ, সিআইএসএফ ও মাইন্স রেস্কিউ দলকে সঙ্গে নিয়ে সোমবার পরিত্যক্ত খনির এলাকায় আসেন।
ইসিএল সূত্রে জানা গেছে, ঘুসিকের এই খনিটি প্রায় ১০০ ফুট গভীর। খনিতে যুবকের খোঁজে নামার আগে উদ্ধারকারী দলের প্রয়োজনীয় বাতি খনিটির ভিতরে নামানো হয়। কিন্তু খনির ভেতরে ৩৫ ফুট যেতেই সে বাতি বারবার নিভে যায়। তখন উদ্ধারকারী দল ও ইসিএলের আধিকারিকরা বুঝতে পারেন যে, এই খনি ভেতরে প্রচুর বিষাক্ত গ্যাস জমে আছে। স্বাভাবিকভাবে এরপর ই সি এলের সদর দপ্তরে খনিটির মানচিত্র খোঁজ শুরু করেন ইসিএলের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ এই যুবককে শেষ দেখা গেছে তার একাধিক বন্ধুর সাথে এই কয়লাখনির আশপাশে। কেউ কেউ বলছেন এই যুবক নিজেও মাঝেমধ্যে কয়লা কেটে বাড়ির জন্য নিয়ে যেত। নিখোঁজ যুবকের স্ত্রী ও দেড় বছরের এক কন্যা রয়েছে। তার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন
महिलायें शामिल हुई टीएमसी में, दीदी को पीएम बनाना लक्ष्य : इकबाल
अभिजीत-अमरनाथ पूर्व मेयर पर हुये हमलावर, नाम लिये बिना मोहम्मद बिन तुगलक से की तुलना