ASANSOLBengali NewsKULTI-BARAKAR

প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্যের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর বর্তমান বিজেপি নেতা অভিজিৎ আচার্যের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ তুললো কুলটির তৃনমুল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার আসানসোল পুরনিগমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রসঙ্গে একটি ডেপুটেশন দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের নেতা অঞ্জন মণ্ডলের নেতৃত্বে একটি দল এদিন পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য তাবাস্সুম আরার কাছে এই অভিযোগ স্মারক লিপি আকারে জমা দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভাপতি অপরাজিত বন্দোপাধ্যায় সহ ও অন্যান্য দলীয় কর্মীরা।

তারা অভিযোগ করে বলেন, প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য্য ডিসেরগড়ে অবৈধ নির্মাণ করে চলেছেন। দ্রুত কাজ চলছে সেখানে। আসানসোল পুরনিগমের জমি দখল করে সেখানে বিজেপি দলীয় কার্যালয় তৈরী করা হচ্ছে। এদিকে এই প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য বলেন, যে যারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা প্রথমে নিজের দিকে নজর দেন। যে কোনও ব্যক্তি আগে ওই জমি তার নিজের বলে প্রমাণ করে দেখান। তিনি আরো বলেন, ওই নির্মাণ যাচাই করার আগে ঐ অঞ্চলে সমস্ত তৃণমূল কংগ্রেসের অফিসগুলিকেও পরীক্ষা করে যাচাই করা উচিত।

ধনুড়ি গ্রামের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শিল্পপতি সুভাষ আগরওয়াল 

প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আবারও সরব আইএনটিটিইউসি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *