ASANSOL

জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার আসানসোলে বিজেপি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে জেলা সভানেত্রী পাপিয়া পালের নেতৃত্বে এস পি মুখার্জি রোডের একটি আবাসনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি , জেলার বিজেপি কনভেনর শিবরাম বর্মণ, জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চক্রবর্তী,দিলীপ দে, ওবিসি মোর্চার জেলা সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর বিগু ঠাকুর, জেলা মহিলা মোর্চার সহ-সভাপতি ড: নবনীতা ব্যানার্জি, জেলা মহিলা মোর্চা সাধারণ সম্পাদক পারমিতা পট্টনায়ক, দীপিকা রায় প্রমুখ।

বিজেপি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে জেলা সভানেত্রী পাপিয়া পাল বলেন, ” রক্তদান জীবনদান। করোনা মহামারীতে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকের সঙ্গে সঙ্গে আসানসোল ব্লাড ব্যাংকের রক্তের যোগান কম থাকার কারণে বহু মুমূর্ষ রোগী সমস্যায় পড়েছেন। সেই কারণে তিনি এবং তার দলের কর্মীরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। ওই রক্তদান শিবিরে প্রায় ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে।”

এছাড়া জেলা বিজেপি মহিলা মোর্চা সহ -সভানেত্রী ড: নবনীতা ব্যানার্জি বলেন, “খুব কম সময়ের মধ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা মহিলারা এই উদ্ভূত রক্ত সংকটে এগিয়ে এসেছি। ভবিষ্যতে এরকম আরো রক্তদান শিবির এবং সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

ওই রক্তদান শিবিরে ববিতা রাউত, সীমা মুখার্জী,লিলি মাজি, স্বপ্না মুখার্জী,সীমা ভৌমিক, প্রতিমা কুশ্বাহা, শিখা রায়, এছাড়া নিলু হাজরা, সুদীপ চৌধুরী, উৎপল কোনার, সঞ্জয় পাল প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

read also শিল্পাঞ্চলে চললো না বেসরকারি বাস ও মিনিবাস, ভরসা SBSTC

প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্যের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *