ASANSOLBengali News

AMCCI এর পক্ষ থেকে বারাবনি ব্লকের সিংহবাহিনী গ্রাম দত্তক নেওয়ার সিদ্ধান্ত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও মনোজ শর্মা : শিল্পাঞ্চলের ব্যবসায়ী সংগঠন “আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ”( AMCCI) এর পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকের সিংহবাহিনী গ্রাম দত্তক নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই গ্রামের পাশেই কাশিডাঙ্গা গ্রামটিও দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন তারা। আর সেই কারণে বারাবনি ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) ও তার টিম, পঞ্চায়েত প্রধানের সঙ্গে AMCCI এর পক্ষ থেকে একটি টিম ওই সিংহবাহিনী ও কাশিডাঙ্গা গ্রাম পরিদর্শন করেন। যদিও আপাতত প্রাথমিকভাবে সিংহবাহিনী গ্রামটি দত্তক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরে কাশিডাঙ্গা গ্রামটিও দত্তক নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানা গিয়েছে।

এ ব্যাপারে ওই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শংকর চ্যাটার্জী বলেন যে, সমাজের স্বার্থে সব সময় তাদের সংগঠন রয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই গ্রামে ছোটদের জন্য প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টার তৈরী করা হবে। এছাড়া এর সঙ্গে প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টারের সামনে
বাচ্চাদের জন্য চিলড্রেনস পার্ক তৈরী করা হবে। অতি দ্রুত এই প্রকল্পের মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।”

সমগ্র গ্রামটি দত্তক নেওয়ার প্রস্তাব ওই সংগঠনের পক্ষ থেকে পাওয়া মাত্রই ব্লকের বিডিও এবং তার টিম ওই ব্যবসায়ী সংগঠনের সদস্যদের সঙ্গে গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং ওই সংগঠনের সদস্যদের গ্রামের এলাকা ঘুরে দেখান তিনি।

গ্রাম পরিদর্শনের সময় আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ”( AMCCI) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌমেন চ্যাটার্জী , শঙ্কর চ্যাটার্জী, নিখিলেশ উপাধ্যায়, ইন্দরপাল সিং, অভিষেক শর্মা, হিরেন ভ্যাস প্রমুখ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *