ASANSOL

রাজ্যে ২৬ জন WBCS আধিকারিকের রদবদল, জেলার ৩ এডিএম বদলি

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রায় (ডাব্লুবিসিএস) দু ডজন আধিকারিকের রদবদল। ওই বদলির নির্দেশিকায় পশ্চিম বর্ধমান জেলার তিনজন এডিএমও রয়েছেন। জেলার তিন এডিএম শুভেন্দু বসু, অপ্রতিম বসু ও হুমায়ুন বিশ্বাসকে বদলি করা হয়েছে। তিনজনের জায়গায় বর্তমানে দুটি এডিএম সঞ্জয় পাল ও সন্দীপ টুডুকে নিয়োগ দেওয়া হয়েছে।

আধিকারিকদের রদবদলের তালিকা দেখুন:

list

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *