WBTSTA গরীব শিশুদের মধ্যে বিতরণ করল পাঠ্য সামগ্রী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আজ আসনসোল দক্ষিণ বিধানসভার অধীনে বরথল গ্রামে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে ১০০ জন গরীব অভাবী শিশুদের মধ্যে পাঠ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত পাঠ্য সামগ্রীর মধ্যে প্রধানত খাতা, আঁকার খাতা, পেন, পেন্সিল, ইরেজার, রঙ পেন্সিল এবং মাস্ক দেওয়া হয়। প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র ওই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/07/IMG-20210706-WA0004-500x375.jpg)
গ্রামের মানুষ অশোক রুদ্রকে সম্মানিত করেন। ওই উপলক্ষে অশোক রুদ্র বলেন যে , “দেড় বছর ধরে যে লকডাউন চলছে, প্রত্যেকেই এতে ভুক্তভোগী, বিশেষত বাচ্চাদের জন্য এই পরিস্থিতি খুব কঠিন , তাদের স্কুল বন্ধ রয়েছে, খেলাধুলা বন্ধ রয়েছে। যে দরিদ্র শিশুরা পড়াশোনা করতে পারে না বা তাদের অভিভাবকরা পাঠ্য সামগ্রীগুলি কিনতেও সক্ষম নন কারণ এই সময় দরিদ্র মানুষের পক্ষে দুবেলা দুমুঠো খাবার জোগানো কঠিন হয়ে পড়েছে। এই দেড় বছরে, আমরা বিভিন্ন জায়গায় দরিদ্র শিশুদের জন্য খাদ্য সামগ্রী এবং পড়ার উপকরণ বিতরণ করে চলেছি এবং এটি অব্যাহত রাখব। ” এই কর্মসূচিতে মাধ্যমিক শিক্ষক সংস্থার জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়, জয়দেব বিশ্বাস, মুকেশ ঝা, সৌম্যদীপ ঘোষ, রূপক রায়, সন্তোষ ভগত প্রমুখ উপস্থিত ছিলেন।