ASANSOL

অবৈধ সাদা পাথর ভর্তি ডাম্পার আটক করল পুলিশ

কাজল মিত্র :-সালানপুর থানার অন্তর্গত সিধাবাড়ি ,বাঁশকেটিয়া , বাথানবাড়ি ,কালীপাথর এলাকা থেকে দিনের পর দিন বেআইনিভাবে চুরি হয়ে যাচ্ছে বহুমূল্য সাদা কোয়ার্টজ পাথর। এই পাথর গুলি ডাম্পার, ট্রাকে, ট্রাক্টরে চাপিয়েবাইরে চালান হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে। সালানপুর ব্লকের আল্লাডি পঞ্চায়েতের শেষ প্রান্ত যেখানে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত এই মাইথন জলাধারের আশেপাশের এলাকা থেকেই এই পাথর গুলি তুলে গ্রামবাসীদের অনেকেই সঞ্চয় করে রাখে এরপর সেগুলি বড় বড় ডাম্পার বা ট্রাকের সাহায্যে বেআইনি ভাবে পাচার করা হয় ভিন্ন রাজ্যে।


যদিও এই পাথর থেকে সরকারের ঘরে কোন কোনরকম রেভিনিউ ঢোকে না।তবুও প্রসাশনের নাকের ডগায় সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে মাটি খুঁড়ে দিনের পর দিন পাথর বের করে নেওয়ায় ওই এলাকার ভূ প্রকৃতির ভারসাম্যও মারাত্মক রকম ক্ষতিগ্রস্থ হচ্ছে।ওই এলাকাগুলি রয়েছে গাছ গাছালিতে ঢাকা কিন্তু সেই সব এলাকা থেকে পাথর তুলে ফেলার ফলে গাছগুলির শিকড় আলগা হয়ে কিছুদিন পরেই গাছগুলি পড়ে যাচ্ছে।তারপরেই আবার গাছ কাটার চোরেরা সেই গাছ কেটে বিক্রি করছে। যদিও এই বেআইনি কারবার বন্ধ করার জন্য লোক দেখানো মাঝেমাঝেই পুলিশি অভিযান হয়।বেশিরভাগটাই চলে প্রসাশনের নজর এড়িয়ে।


তেমনিই শুক্রবার ৯ জুলাই রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যে ছটা নাগাদ একটি সাদা পাথর বােঝাই ডাম্পারকে আটক করে ।আটক করা গাড়িটি রূপনারায়ানপুর ফাঁড়িতে নিয়ে আনা হয়। পাথরবােঝাই গাড়ির চালককেও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে কি পরিমান পাথর এই ডাম্পারে বােঝাই হয়ে আছে তা এখনাে তারা নির্দিষ্ট করতে পারেননি । এদিকে স্থানীয় মানুষের অভিযােগ মাইথন সংলগ্ন আল্লাডি ,দেন্দুয়া পঞ্চায়েতের এই এলাকা থেকে প্রতিদিন কম করেও ৭/৮ গাড়ি সাদা পাথর পাচার হয়ে যাচ্ছে ।
এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা ।

স্বাভাবিক চেহারায় ফিরছে বরাকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *