ASANSOLKULTI-BARAKAR

স্বাভাবিক চেহারায় ফিরছে বরাকর

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ৯ জুলাইঃ পুলিশ লকআপে চুরির ঘটনায় জিজ্ঞাসাদের জন্য  নিয়ে আসা এক যুবকের মৃত্যু ও এক যুবকের অসুস্থ হয়ে পড়ার ঘটনার চারদিন পরে শুক্রবার আসানসোলের কুলটি থানার বরাকরের পরিস্থিতি অনেকটাই শান্ত ও স্বাভাবিক। নতুন করে আর কোন ঘটনা ঘটেনি বরাকর এলাকায়। এদিন শান্তি বজায় রাখতে পুলিশ স্টেশন রোড ও বেগুনিয়া এলাকায় রুটমার্চ করে। এলাকার দোকান ও বাজারের বেশিরভাগ খোলা ছিল।  শুক্রবার সকাল থেকে দফায় দফায় পুলিশ, রেফ ও কমব্যাট ফোর্স নিয়েরুটমার্চ করেন সদ্য দায়িত্ব নেওয়া বরাকর ফাঁড়ির অফিসার ইনচার্জ হেমন্ত দত্ত । এদিন বরাকরের রাস্তায় অটো ও বাস চলাচল করেছে ।

Leave a Reply