ASANSOL

প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু হওয়া চারজনের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর,, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ জুলাইঃ প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু পশ্চিম বর্ধমান জেলার চারজনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দিলো রাজ্য সরকার। রবিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক দপ্তরে এক অনুষ্ঠানে রাজ্য সরকারের হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয়। এদিন প্রাকৃতিক দূর্যোগে মৃত্যু হওয়া চার জনের পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকা করে চেক দেওয়া হয় । মাত্র ২০ দিনের মধ্যেই এই সকল পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হলো। এদিন জেলাশাসক দপ্তরের অনুষ্ঠানে রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক ছাড়াও ছিলেন ,পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল,আসানসোল দূর্গাপুর পুলিশের কমিশনার অজয় ঠাকুর সহ সরকারি আধিকারিকরা।

রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যের কোন জায়গায় যে সমস্ত দুর্ঘটনায় মৃত্যু হয়, সেইসব পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। তবে সব থেকে বড়ো ব্যাপার হলো মাত্র ২০ দিনের মধ্যে এই চারজনের পরিবারের হাতে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌঁছে দিতে পারলাম। যে সমস্ত পরিবারে এই ধরনের দুর্ঘটনা ঘটে তারাই জানে তাদের কি গেলো। তারমধ্যে পরিবারের রোজগার করে এমন মানুষ যদি মারা যায়, তাহলে তো আর কিছু করার থাকেনা তাদের পাশে সামান্য হলেও এই সরকার দাঁড়ানোর চেষ্টা করে।

তবে এই ধরনের মৃত্যু কামনা আমরা করিনা। কিন্তু সেই পরিবারের সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী বলেন, এর আগে বার্ণপুরের ইস্কো কারখানায় মৃত্যু হওয়া দুজনের বাড়ি গিয়ে আমরা ২ লক্ষ টাকার করে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছিলা।
এদিন যে চারজনের হাতে চেক তুলে দেওয়া হয় তার হলেন আসানসোলের রেলপারের মহঃ ইবরার আহমেদ, পান্ডবেশ্বরের যমুনা বাদ্যকর, কুলটির কাকলি দাস ও জামুড়িয়ার নমিতা মন্ডল। চারজনের মধ্যে তিনজন জলে ডুবে ও একজন বজ্রপাতের মারা যায়।

রাজ্য আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক বিভূ গোয়েল, পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুর, এডিএম ডাঃ অভিজিৎ শিভাগলে এবং এস ডি এম অভিজ্ঞান পাঁজা উপস্থিত ছিলেন। তারা নিহতের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। মন্ত্রী মলয় ঘটক বলেন যে রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সম্ভাব্য সকল উপায়ে সহযোগিতা করছে এবং প্রাকৃতিক দুর্যোগে নিহতদের পরিবারের সাথে সর্বদা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি বার্নপুরে নিহত দুই শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ হিসাবে প্রত্যেককে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *