ASANSOL

এডিসিপি এর ৬ জন সমেত রাজ্যে ৭৮ জন পুলিশ অফিসার হলেন এসআই থেকে ইন্সপেক্টর

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য পুলিশের ৭৮ জন অফিসারের সাব-ইন্সপেক্টর পদমর্যাদা থেকে ইনস্পেক্টর পদমর্যাদায় পদোন্নতি হলো।এই মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রায় আধ ডজন পুলিশ অফিসার ইন্সপেক্টর পদমর্যাদায় পদোন্নতি পেলেন। এর মধ্যে কিছু সাব-ইন্সপেক্টর বর্তমানে বেশ কয়েকটি থানার ওসি। আসানসোল দক্ষিণ থানার ওসি এসআই অনিন্দ্য দে পদোন্নতি পেলেন পূর্ব বর্ধমানের ডিআইবি ইন্সপেক্টর পদমর্যাদায়, অন্ডাল থানার ওসি এসআই পার্থ ঘোষ পদোন্নতি পেলেন ট্রাফিক ইনস্পেক্টর পূর্ব বর্ধমান হিসেবে, জামুরিয়া থানার ওসি এসআই সুব্রত কুমার ঘোষ পদোন্নতি পেলেন চন্দন নগর কমিশনারেটের ইন্সপেক্টর হিসেবে, বারাবনি থানার ওসি এসআই অজয় কুমার মন্ডল পদোন্নতি পেলেন ট্রাফিক ইনস্পেক্টর বারাসাত হিসেবে, অনির্বাণ বসু পদোন্নতি পেলেন ডিআইবি ইন্সপেক্টর পশ্চিম মেদিনীপুর হিসেবে, এসআই শম্পা ঘোষ পদোন্নতি পেলেন ইন্সপেক্টর স্পেশাল ব্রাঞ্চ ( আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট) হিসেবে।

Leave a Reply