RANIGANJ NEWS : জলের পাইপ মেরামত করার সময় পাঁচিল ভেঙে পড়ায় ১জনের মৃত্যু , আহত ২
বেঙ্গল মিরর, চরন মুখার্জি, রানিগঞ্জ ঃঃ -রবিবার সকাল দশটা নাগাদ রানীগঞ্জ দু নাম্বার বোরো 92 নাম্বার ওয়ার্ড এলাকার তার বাংলা অঞ্চলের জল জলাধারের পাইপ লাইনের কাজ করার সময় জলাধারের পাশের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের বাবলা বাউড়ি নামে এক যুবকের। এই ঘটনায় তার সঙ্গে থাকা দুই সঙ্গীও আহত হয় যাদের মধ্যে অজয় গোপকে গুরুতর আহত অবস্থায় রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষিত বাউরী কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় চিকিৎসক।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এক প্রাচীন জীর্ণপ্রায় দেওয়ালের পাশেই পাইপ লাইন সারার কাজ করছিল ওই তিন যুবক। হঠাৎ তাদের ওপর পাশের দেওয়াল ধসে পড়াই মুহূর্তেই চাপা পড়ে তিনজন। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলা বাউরী নামের ওই যুবকের। জানা গেছে মৃত যুবক রানীগঞ্জের মহাবীর কোলিয়ারির সাহেব কুটি এলাকার বাসিন্দা ছিলেন। এদিন এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসে পৌঁছান রানীগঞ্জ বোরোর পৌর প্রশাসক পূর্ণশশী রায়। তিনি এদিন ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পৌর কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার খবর নেন পাশাপাশি ওই যুবকের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন। এদিনের এই ঘটনার প্রেক্ষিতে লাগোয়া এলাকায় জীর্ণপ্রায় ওই বাড়ির মালিক এর বিরুদ্ধে পৌরসভার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।