ASANSOL

কে ধরবেন জেলার রাশ, জোর চর্চা তৃণমূলের অন্দরে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে জেলা পর্যায়ে ‘সাংগঠনিক রদবদল’ হওয়ার কথা রয়েছে। কে পাবে পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের দায়িত্ব এই নিয়ে আলোচনা জোরকদমে চলছে। একদিকে, এর জন্য, টিএমসি যখন নিজের অভ্যন্তরীণ স্তর থেকে নেতাদের ঝাড়াই বাছাই করছে, তখন টিম পিকের (PK) রিপোর্টও পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচনে বিশাল সংখ্যক ভোটে জয়ের পরে প্রথমবারের মতো প্রশান্ত কিশোরের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন ঘন্টা প্রশান্ত মমতার সাথে দীর্ঘ আলাপচারিতা করেন তিনি। আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের আগে বৈঠকটি তাৎপর্যপূর্ণ ধরে নেওয়া হয়েছে। এছাড়া দুজনেই রাজ্য ও জাতীয় রাজনীতি নিয়ে কথা বলেছেন জানা গিয়েছে। সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সপ্তাহে দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা যেতে পারে।

দৌড়ে কারা- কারা রয়েছেন

প্রবীণ নেতাদের পাশাপাশি নবীন নেতারাও এবার পশ্চিম-বর্ধমান জেলায় জেলা সভাপতির দৌড়ে রয়েছেন। একইসঙ্গে দুর্গাপুর লবির নেতারা চান আসানসোল ও দুর্গাপুরের জন্য আলাদা কমিটি হওয়া উচিত। জেলা সভাপতির দৌড়ে ভি শিবদাসন দাসু, অপূর্ব মুখোপাধ্যায়, উজ্জ্বল চ্যাটার্জী, উত্তম মুখোপাধ্যায়, অভিজিৎ ঘটক, হরেরাম সিং এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিবেচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এরকম সম্ভাবনা রয়েছে কোনো একজনকে জেলা সভাপতি পদে নিয়োগ করে এর সঙ্গে ২ জন কো – অর্ডিনেটর নিয়োগ করা হতে পারে এর আগে যেমন হয়েছে। এখন এটাই দেখার বিষয় যে বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পরে তৃণমূল কার হতে জেলার দায়িত্ব দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *