ASANSOLASANSOL-BURNPUR

বাড়ির ছাদে চাপতে গিয়ে সিড়ি থেকে পড়ে মৃত্যু বিসি কলেজের প্রাক্তন জিএস এর

বেঙ্গল মিরর, আসানসোল, ১৪ জুলাইঃ আসানসোল পুরনিগমের  ৮৪ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের সভাপতি নিমাই রুইদাসের  ছেলে ও বিসি কলেজের প্রাক্তন জিএস এর ছাদে চাপতে গিয়ে সিড়ি থেকে পড়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গেছে তিনি ছাদে চাপার জন্য় সিড়িতে উঠছিলেন সেই সময় তার পা স্লিপ করে যায়। মৃত যুবকের নাম অভিষেক রুইদাস (২২)। তার বাড়ি আসানসোলের হিরাপুর থানার ইসমাইলে।

file photo image source facebook

 পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে নিজের বাড়ির অভিষেক রুইদাস ছাদে চাপতে গিয়ে সিড়ি থেকে পড়ে যায়। তাকে আহত অবস্থায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয় ৷জানা গেছে, অভিষেক আসানসোলের বি সি কলেজে তৃনমুল কংগ্রেসের ছাত্র ইউনিয়ন পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন ৷ অভিষেক মৃত্য়ূতে শোকের ছায়া এলাকায়।

West Bengal : বিধিনিষেধ ৩০ শে জুলাই পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *