পথ দুর্ঘটনায় আহত 3, পথ অবরোধ
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মাঃ- বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাজার এলাকায় হয় দুর্ঘটনা। আহত তিন জন কিশোরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রতে চিকিৎসা করা হয়। অল্পের জন্য রক্ষা পায় তারা। এরপর উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করে তাদের দাবি বেহাল রাস্তার থাকার জন্য শুক্রবার পিকআপভ্যানটি ধাক্কা মারে তিনটে বাচ্চা কে। তারপরে উত্তেজিত জনতা চুরুলিয়া দোমহানি ও পানুরিয়া রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ছুটে আসে বারাবনি থানার পুলিশ। আশ্বাস দেয়ার পরেও তারা পথ অবরোধ ছাড়তে নারাজ।




অবশেষে দোমমহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান এর প্রতিনিধি সন্তোষ সিং এসে স্থানীয়দের আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা সারায়ের আশ্বাস দেয়। তিনি বলেন দু-তিন দিনের মধ্যেই রাস্তাটা মেরামত করা হবে। আর বর্ষা পেরিয়ে যাবার পরে তারা পুরো রাস্তাটা তৈরি করবে। তিনি বলেন টাকা স্যাংশন হয়েছে p.w.d. পক্ষ থেকে। এ কথা শোনার পর পথ অবরোধ তুলে নেয়। প্রায় ঘন্টা দুয়েক পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।