ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির থেকে মাত্র দু’শ মিটার দূরে ৬০ নম্বর জাতীয় সড়কে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বীরভূমের বাসিন্দা শেখ করিবুল ও শেখ আরিবুলের একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বলে খবর। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বীরভূমে যাওয়ার পথে, কেন্দা ফাঁড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে কাকা হোটেলের সামনের দিকে একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীদের ধাক্কা মারে, যার ফলে উভয়েরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার মৃত্যু হওয়ার কারণে ময়না তদন্তের জন্য দুই আরোহীর মৃতদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।



TMC Bhawan होगा कार्पोरेट स्तर का, 2022 में उद्घाटन का लक्ष्य