ASANSOL

যুব কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের স্মরণে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : যুব কংগ্রেসের পক্ষ থেকে
২৭ তম শহীদ দিবস উপলক্ষে জেলা গ্রন্থাগারের পাশে সংহতি মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
প্রথমে ১৩ জন শহীদের প্রতি ফুল অর্পণ করে রক্তদান শিবিরের সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিত সিং।


সালানপুর ব্লক কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ বাগচী বলেন, ১৯৯৩ সালে সচিত্র পরিচয় পত্রের দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ গুলি চালায় এবং ১৩ জন শহীদ হন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে শহীদ দিবস পালন করার শপথ নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন প্রতি বছর এই শহীদদের স্মরণ করা হবে এবং তদন্ত করে এই দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। মমতা মুখ্যমন্ত্রী হবার পর এখনো পর্যন্ত উপযুক্ত তদন্ত হয়নি এবং শহীদরা বিচার পাননি।

নির্বাচনী বৈতরণী পার হবার জন্য শহীদদের সামনে রেখে আজকের দিনে বিজয় উৎসব পালন করছেন। ২০২৪ এ কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এসে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। উপস্থিত ছিলেন এস এন মুস্তাফা, চণ্ডীদাস চ্যাটার্জী, তরুণ গাঙ্গুলী, নরেন্দ্রনাথ বাগচী, ইন্দ্রানী মিশ্র, সৌভিক মুখার্জি, গৌরব রায়, তপতি মুখার্জি, সুকান্ত দাস, অনিক চাকলাদার, রাজু দত্ত প্রমুখ।

Asansol কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার প্রতারক

Leave a Reply