BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

ইসিএলএর পরিবহনের কাজ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র : সালানপুর থানার সামডি পাহাড় গোড়া ক্যাম্প এর অধীনে থাকা সামডি খোলা মুখ খনি থেকে কয়লা উত্তলন করে বড় বড় ডাম্পারের সাহায্যে অন্যত্র নিয়ে যাওয়া হয় আর সেই প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সামডি গ্রামবাসী ।তাদের পক্ষ থেকে জানানো হয় যে বিগত বহুদিন ধরে ইসিএল কতৃপক্ষ গ্রামবাসীদের যে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই সব প্রতিশ্রুতি একটাও পুরন করা হইনি ।২০০৯ সালে সামডি মুচি পাড়ায় যখন ধস হয়েছিল সেইসময় ইসিএল এর পক্ষ থেকে ওই স্থানে ধসের কবলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ইসিএল এর কোয়াটারে বসবাস করার জায়গা দিয়েছিল

কিন্তু সেই কোয়াটার গুলো একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে তখন থেকে সেগুলি সংস্কার করে দেওয়ার কথা জানালেই এখনো সেগুলি সংস্কার করা হয়নি বর্ষার আগেই ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছিলেন কোয়াটারগুলি মেরামত করা হবে কিন্তু এখনো পর্যন্ত সেই সব ভগ্ন কোয়াটার গুলি মেরামত করার কোন চিন্তা ভাবনা করছেনা যার ফলে ওই সব কোয়াটার গুলিতে বসবাসকারী মানুষ জন আতঙ্কের মধ্যে রয়েছে কারন যেকোন সময় ছাদ এর চাঁচল কিংবা দেওয়াল খসে পড়তে পারে ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে ।

তাছাড়া এই রাস্তার মধ্যে দিয়ে ওভার লোডিং কয়লা বোঝায় ডাম্পার যাওয়ার ফলে রাস্তার অবস্থা বেহাল যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ।যার কারনে ওভার লোডিং কয়লা বোঝাই ডাম্পার বন্ধ করতে হবে ।নির্দিষ্ট পরিমানে কয়লা বোঝায় করে নিয়ে যেতে হবে ।এছাড়াও রাস্তা মেরামত করতে হবে এইসকল বিভিন্ন দাবী দাবা নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি।
এদিন ইসিল কর্তৃপক্ষ এর আশ্বাস এর পর তাদের বিক্ষোভ উঠে যায় ।এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন স্বপন উকিল, গৌরাঙ্গ তেওয়ারী, অচিন্ত রায় সহ বহু গ্রাম বাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *