কৃতি অনুলেখা কে ADDA ভাইস চেয়ারম্যান দিলেন সম্বর্ধনা
বেঙ্গল মিরর , কুলটী : আসানসোল পৌরনিগমের অন্তর্গত কুলটী বিধানসভা এলাকার ১০২ নং ওয়ার্ডের মেয়ে অনুলেখা মাজি |কুলটী গার্লস স্কুলের ছাত্রী |মাধ্যমিকে সারা বাংলায় ২য়স্থান দখল করে কুলটীকে গর্বিত করেছে |কুলটীর প্রাক্তন বিধায়ক তথা এ.ডি.ডি.এর ভাইস-চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী আজ অনুলেখাকে সম্মানিত করেন |গোটা কুলটী গর্বিত অনুলেখার সাফল্যে |তার হাত ধরে কুলটীর নাম আরো উজ্জ্বল হলো।



