KULTI-BARAKAR

কৃতি অনুলেখা কে ADDA ভাইস চেয়ারম্যান দিলেন সম্বর্ধনা

বেঙ্গল মিরর , কুলটী : আসানসোল পৌরনিগমের অন্তর্গত কুলটী বিধানসভা এলাকার ১০২ নং ওয়ার্ডের মেয়ে অনুলেখা মাজি |কুলটী গার্লস স্কুলের ছাত্রী |মাধ্যমিকে সারা বাংলায় ২য়স্থান দখল করে কুলটীকে গর্বিত করেছে |কুলটীর প্রাক্তন বিধায়ক তথা এ.ডি.ডি.এর ভাইস-চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী আজ অনুলেখাকে সম্মানিত করেন |গোটা কুলটী গর্বিত অনুলেখার সাফল্যে |তার হাত ধরে কুলটীর নাম আরো উজ্জ্বল হলো।

জেলায় উচ্চ মাধ্যমিকে মেয়েদের ফল ছেলেদের চেয়ে ভালো, দূর্গাপুরের অমৃতা ঘোষ ষষ্ঠ ও কুলটির দীপ্তি পাল অষ্টম 


ভ্যাকসিন দেওয়া ও পানীয়জলের সমস্যা নিয়ে সরব বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহকুমাশাসককে দিলেন দাবি পত্র
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *