কৃতি ছাত্র কে সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করলেন বারাবনির বিধায়ক
বেঙ্গল মিরর ,কাজল মিত্র :-পশ্চিমবর্ধমান জেলার বারাবনি বিধানসভার পানুড়িয়া গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউট এর ছাত্র সুমন দত্ত এবছরের মাধ্যমিক পরীক্ষায় ৭৯ জন প্রথম স্থান অধিকার এর মধ্যে একজন ।প্রথম সারিতে তার নাম উঠে আসে এই বিধানসভা এলাকার মাধ্যমিক পরিক্ষার্থী দের মধ্যে থেকে ।ফলে পরিবার পরিজন সহ এলাকা বাসী সকলেই খুবই উচ্ছাসিত ।আর তাই ওই কৃতি ছাত্রকে সম্বর্ধনা দেওয়ার জন্য বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লকের তৃণমূলের সভাপতি অসিত সিংহ মহাশয় তার বাড়িতে যান। ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট তুলে দেন তার হাতে।
আগামী দিনে ওই ছাত্র যাতে আরো ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই ব্যাপারে পরিবারের সাথে কথাও বলেন বিধায়ক। শুধু পড়াশোনা নয় পাশাপাশি সমাজের দিকে একটু নজর দেওয়ার জন্য বলেন। আজকের দিনে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে তারা শুধু পড়াশোনার উপরেই নজর দিয়ে থাকে। সমাজের রীতিনীতি থেকে অনেক দূরে সরে থাকে বিশেষ করে যারা শহর এলাকায় বসবাস করে। আমরা যে সমাজ থেকে উঠে এসেছি সেই সমাজের দিকে নজর না দিলে আগামী প্রজন্ম কিচ্ছু জানবে না।তাই পড়াশোনার পাশাপাশি সমাজের সঙ্গেও যুক্ত থাকার অনুরোধ জানান ।এবং ঐ পরিবারের যেকোন সাহায্য এর আশ্বাস দেন বারাবনির বিধায়ক ।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় এর সাথে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং ও পানুড়িয়া পঞ্চায়েত এর উপপ্রধান বিশ্বজিৎ সিংহ।