দোমোহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলে 64 জন ছাত্রী ফেল, অবাক টিআইসি বললেন পাঠাব রিভিউ করতে
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : বারাবনির দোমোহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলে আজ উচ্চমাধ্যমিকেরপরীক্ষার ফল প্রকাশ হল তাতে দেখা যাচ্ছে 186 টা মেয়ে তাতে পাস করেছে 122 জন এবং অভিভাবক রয়েছে গার্লস স্কুলে নিজের মেয়েদের পরীক্ষার রেজাল্ট নিতে এসে বেশিরভাগ মেয়ে ফেল করেছে এই ব্যাপারে দোমোহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলের TIC সুচিত্রা মন্ডল এর সঙ্গে কথা বলার পরে উনি জানান আমরা এই রেজাল্ট দেখে অবাক হয়ে গেছি আমার স্কুলের ভালো মেয়ে সে ফেল করে গেছে আমরা তাদেরকে মঙ্গলবার দিন আসতে বলেছি এবং দরকার পড়লে তার রিভিউ করতে পাঠানো হবে



