লায়ন্স ক্লাবের এসো কোভিড তাড়াই কর্মসূচী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : লায়ন্স ক্লাব অফ আসানসোল উদয়নের পক্ষ থেকে এসো কোভিড তাড়াই অভিযান আসানসোল শহরে করা হয়। হাটন রোড মোড়ে মাস্ক এবং সাবান বিতরণ এবং প্রায় এক হাজার মাস্ক টোটো এবং অটো চালক এবং তাদের যাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সমীর রায় ও অন্য়ান্য়রা জানান লায়ন্স জেলা অন্তর্ভূক্ত পশ্চিম ও পূর্বা বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বেরভুমের মতো পাঁচটি জেলায় জুলাই মাস জুড়ে কর্মসূচী “এসো কোভিড তাড়াই” করা হছে। লায়ন্স ক্লাব অফ আসানসোল উদয়নের পক্ষ থেকে পুলিশকর্মীদের জন্য়ও মাস্ক ও সাবান দেওয়া হয়েছে।



