BARABANI-SALANPUR-CHITTARANJAN

উচ্চ মাধ্যমিক রেজাল্টে ফেল আসায় অসন্তুষ্ট ছাত্রীরা রাস্তা অবরোধ করলো

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট দোমোহানি কেলেজোড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্টে বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রীদের রেজাল্ট ফেল আসায় অসন্তুষ্ট ছাত্রীরা এবং অভিভাবকরা। তাদের বক্তব্য পরীক্ষা হয়নি তবে কি ভাবে বোর্ড ছাত্রীদের ফেল করলো।এই দাবি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও বারবার তারা কথা বলেন কিন্তু কোনো সুরাহা না মেলায়।মঙ্গলবার সকালে ছাত্রী ও অভিভাবকরা দোমহানি থেকে আসানসোল যাবার মুখ্য রাস্তার উপর বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।


অবশেষে ঘটনা স্থলে ছুটে আসেন বারাবনি থানার পুলিশও বারাবনি ব্লকের বিডিও সুরজিৎ ঘোষ।
তিনি ছাত্রীদের সমস্ত অসুবিধার কথা শুনেন এবং তাদের আশ্বাস দেন ৩০তারিখের মধ্যে তাদের এই রেজাল্ট নিয়ে সমস্যার কিছু একটা সমাধান হবে,এই আশ্বাস পেয়ে অবরোধ তুলেনেন ছাত্রীরা।
এই প্রসঙ্গে এক ছাত্রী বলেন কি ভাবে তাদের রেজাল্টে ফেল করা হলো তা জানা নেই,মাধ্যমিকের রেজাল্ট এবং একাদশ শ্রেণীর রেজাল্ট তো অনেকের খারাপ হতে পারে,কিন্তু তার মানে এইটা নয় যে উচ্চ মাধ্যমিকে তারা ফেল করার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *