Bengali NewsRANIGANJ-JAMURIA

ব্যারিকেড ও ট্রাফিক পুলিশের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, জামুড়িয়া : রাস্তায় ব্যারিকেড ও ট্রাফিক পুলিশের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি অন্তর্গত কেন্দা মোড়ে বুধবার সন্ধ্যায় এক মহিলাকে ধাক্কা মেরে নিজেও পড়ে যান এক মোটর সাইকেলআরোহী। গুরুতর অবস্থায় স্থানীয়রা ওই মহিলাকে এবং বাইক আরোহীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিতসার জন্য পাঠায়।বাইক আরোহী বীরভূমের দুবরাজপুর থানার ইসলামপুরের বাসিন্দা শেখ দীপকউদ্দিন বলে জানা গেছে এবং মহিলা বর্ণালী বাদ্যকর কেন্দা গ্রামের বাসিন্দা।

এর পরেই রাস্তায় ব্যারিকেড ও ট্রাফিক পুলিশের দাবিতে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ। বিক্ষোভকারিদের দাবি গতকাল বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ডোবরানা গ্রামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।যে ভাবে নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালাচ্ছে তাতে এলাকার মানুষ প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে।অবিলম্বে ব্যারিকেড ও ট্রাফিক পুলিশের ব্যবস্থা না করলে বিক্ষোভ চালিয়ে যাব।প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর পুলিশ ঐ স্থানে ব্যারিকেড ও ট্রাফিক পুলিশ থাকার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারিরা।

কয়লা কান্ডে আবারও তৎপর CBI, ভিজিলেন্সকে সঙ্গে নিয়ে ইসিএলের আধিকারিকদের অফিস ও আবাসনে হানা, টানা জেরা ,খনি এলাকায় চাঞ্চল্য 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *