আগস্টে Lockdown News Viral, জেনে নিন সত্যতা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : লকডাউনের Lockdown ভূয়ো খবর Fake News সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে. এই ভূয়ো খবরের জন্য বিভ্রান্ত হছেন সাধারন মানূষ। 2021এর আগস্টে লকডাউনর পোস্ট ভাইরাল হয়ে যাচ্ছে, আগস্ট মাসে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের পোস্ট সকলের মোবাইলে পৌছে গেছে। বেঙ্গল মিরর এটি তদন্ত করে দেখেছে যে এটি
সম্পূর্ণ ভূল ও ভূয়ো Fake News। কিছু লোক 2020 সালের লকডাউনটি কে 2021 এর করে ভাইরাল করেছে। এই কারণে মানুষ বিভ্রান্ত হয়েছেন।এই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। যদিও কোনও লকডাউন সরকার দ্বারা ঘোষিত হয়নি।
উল্লেখ্য় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে রয়েছেন। তার অনুপস্থিতিতে কীভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? করোনা এখন নিয়ন্ত্রণে থাকা অবস্থায় কেন পুরো লকডাউন হবে। লকডাউনের ভুয়া বার্তা ব্যবসায়ীদের থেকে শুরু করে সবাই কে বিভ্রান্ত করছে। আমরা আপনাদের কে সতর্ক করছিএমন কোনো ভূয়ো খবর বা পোস্ট কে গুরুত্ব দেবেন না। কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক ব্য়বহার করুনও সোশাল ডিস্টেন্স পালন করুন। সরকারের নির্দেশ কে পালন করুন।