ASANSOLRANIGANJ-JAMURIA

বেসরকারি ইস্পাত কারখানায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ১৩ জুনঃ আসানসোলের রানিগঞ্জ থানার  মঙ্গলপুর শিল্প তালুকের এক বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা দেখা দেয় গোটা এলাকায়। রানিগঞ্জের বাসিন্দা মৃত কর্মীর নাম খোকন দাস (৪০)।এদিন ঐ কর্মীর মৃত্যুর খবর জানাজানি হতেই মৃতের আত্মীয় পরিজন ও কারখানার কর্মীরা তৃণমূল কংগ্রেস ও বাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয়। সকাল দশটা থেকে সেই বিক্ষোভ শুরু হয়ে তা চলে বিকেল চারটে পর্যন্ত। মৃত কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ ও তার পরিবারের একজনকে চাকরির দাবিতে এই বিক্ষোভ চলে।

 শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবি মতো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনা প্রসঙ্গে খোকন দাসের ভাই সুবেশ দাস বলেন, আমি খবর পাই যে, রবিবার সকাল দশটা নাগাদ কারখানার ফেরো ডিপার্টমেন্টে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয় ভাই দাদা ।

 গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি যতদূর শুনেছি, দাদা সেখানে একাই কাজ করছিল। এই ঘটনার পরেই ওই মৃত কর্মীর পরিবারের এক সদস্যকে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো শুরু হয়। খবর পেয়ে পুলিশ কারখানায় আসে।

 দীর্ঘ আলোচনার পর কারখানা কর্তৃপক্ষের তরফে কিষান কুমার খাটানা বলেন, মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয়টি পরে ভাবা হবে। পুলিশ জানায়, কারখানায় কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কর্মীর। পরে বিক্ষোভ দেখানো শুরু হয় চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে। আলোচনার পরে পরিস্থিতি ঠিক হয়।

Leave a Reply