মন্ত্রী মলয় ঘটক সহ জেলার ৬ বিধায়ককে সম্বর্ধনা দিলো জেলা লিগ্যাল সেল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :* পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের আসানসোল শাখার পক্ষ থেকে রবিবার আসানসোল ক্লাবে জেলার তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদের সংবর্ধনা জানানো হয় ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের আইন ও পূর্ত বিভাগের মন্ত্রী ও আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক , জামুড়িয়ার হরেরাম সিং, পাণ্ডবেশ্বরের নরেন চক্রবর্তী , দুর্গাপুর পূর্বের প্রদীপ মজুমদার, রানিগঞ্জের তাপস বন্দোপাধ্যায় , বারাবনির বিধান উপাধ্যায়। এছাড়াও ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য ও আইনজীবী অভিজিৎ ঘটক ৷ এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, কর্ম জীবনের শুরুতে আসানসোল আদালতেই তিনি আইনজীবী হিসাবে তার পেশা শুরু করেছিলেন ৷
বর্তমানে রাজ্যের মন্ত্রী হলেও আসানসোল আদালতের আইনজীবীদের কোনো সাফল্যের কথায় তিনি আলোড়িত হন ৷ তবে কর্মজীবনে আসানসোল আদালতের আইনজীবীদের আরো বেশি একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ৷ পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্ব স্তরের মানুষের পাশাপাশি আইনজীবীদের পাশেও রয়েছেন ৷ যে কারণে মুখ্যমন্ত্রী প্রথম নতুন যারা আইনজীবীর পেশায় আসছেন তারা যাতে অসহায় অবস্থায় না পড়েন , তার জন্যে এক বছরের ভাতার ব্যবস্থা করেছেন ৷ এছাড়াও নানান সুযোগ সুবিধারও ব্যবস্থা করা রয়েছে ৷ তবে এদিনের অনুষ্ঠানে আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ উপস্থিত থাকতে পারেননি ৷ তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ৷
এদিনের লিগ্যাল সেলের অনুষ্ঠানে সাতজন বাম আইনজীবী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা হলেন আশীষ মুখোপাধ্যায় , সুনীল অধিকারী, শ্যামলেন্দু ঘোষ, অমিতাভ দে, উদয় গিরি, অভয় গিরি ও সুব্রত চক্রবর্তী। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক ৷ লিগ্যাল সেলের পক্ষ থেকে আসানসোল আদালতের আইনজীবী সোমনাথ চট্টোরাজ বলেন , এদিন তৃণমূলের লিগ্যাল সেলের পক্ষ থেকে বিগত বিধান সভা নির্বাচনে জেলার ৯ প্রার্থী সহ প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটককে সংবর্ধনা জানানো হয়েছে ৷ যেখানে সায়নী ঘোষ ছাড়া সকলেই উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন প্রধান সরকারি আইনজীবী বা পিপি স্বরাজ ওরফে বাচ্চু চট্টোপাধ্যায় অয়নজিৎ বন্দোপাধ্যায়, প্রবীর চট্টরাজ, অভিজিৎ রায়, মিতা মজুমদার, দেবশ্রী মজুমদার, মনিপদ্ম বন্দোপাধ্যায় , মহুয়া ঘটক, সৌরভ চট্টোপাধ্যায় , প্রমোদ সিং, দেবরাজ মিশ্র, অনুপ লালা প্রমুখ।