BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন কালচারাল ও সোশ্যাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে বারাবনির বিধায়কে দেওয়া হলো সম্বর্ধনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের চিত্তরঞ্জন কালচারাল ও সোশ্যাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে আজ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে তৃতীয়বার বিধায়ক হওয়ার জন্য সম্বর্ধনা জানানো হয়।এদিন চিত্তরঞ্জন স্থিত বিভিন্ন ক্লাব সংগঠন,চিত্তরঞ্জনের সমস্ত এরিয়া ভাইসওয়ার্ডেন , ব্যাবসায়ী সমিতি,মিনিবাস সংগঠন, মার্কের কমিটি ,ব্লাড ডোনার্স এসোসিয়েশনের, লাইট সাউন্ড জেনারেটর এসোসিয়েশন, ডেকোরেশন এসোসিয়েশন, চিত্তরঞ্জন মন্দির কমিটি ,বিভিন্ন দুর্গাপূজা কমিটি, হিউম্যান রাইট এসোসিয়েশন,স্কুল সংঘটন, সিনিয়র সিটিজেন সহ সকল নাগরিক বৃন্দ এর তরফে বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়।একই সাথে এইদিন বারাবনি বিধায়কের হাত দিয়ে চিত্তরঞ্জন তিননম্বর গেটের সামনে একটি ক্লাব ঘরের উদ্বোধন করেন ।


এই দিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র , সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,চিত্তরঞ্জন ব্লক তৃণমূলের সভাপতি তাপস ব্যানার্জি ,দেবু ঘোষ, সহ আরো অনেকে।তাছাড়া এই অনুষ্ঠানের মধ্যে চিত্তরঞ্জন ব্লক যুব তৃণমূলের সভাপতি শ্যামল গোপ, চিত্তরঞ্জন ছাত্র যুব তৃণমূলের সভাপতি মিঠুন মন্ডল ,ধীমান চক্রবর্তী,সত্যনারায়ন মন্ডল সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *