PANDESWAR-ANDAL

জমির বিনিময়ে চাকরির দাবিতে প্রোজেক্টের কাজ বন্ধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-জমির বিনিময়ে চাকরির দাবিতে বিক্ষোভ জমিদাতাদের।সোমবার ইসিএলের সোনপুর এরিয়ার সোনপুর প্রজেক্টের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার ২১২ জন জমিদাতারা।এর পরেই সোনপুর এরিয়ার জিএম তাদের সাথে কথা বলে আলোচনার জন্য জিএম অফিসে বৈঠক সারলেন।


জমিদাতা সংগঠনের সভাপতি বিভাস মন্ডল বলেন, ১৯৮৪ সালে ইসিএল তাদের কাছ থেকে জমি নিয়েছে। জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।২৩২ জন জমিদাতাদের মধ্যে বহু আইনত লড়াই করে ২০ জনকে চাকরি দেওয়া হয়। বাকি ২১২ জনকে বিভিন্ন টালবাহানা করে চাকরি থেকে বঞ্চিত করে রেখেছে।তিনি বলেন আমরা আমাদের চাকরি না পেলে পারিবারের সব সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো।তিনি জানান জিএম সাহেব আমাদের সাথে বসে একটি আলোচনা করেন।আমরা জিএমকে এক সপ্তাহ সময় দিয়েছি।যদি কোনো সমাধান সুত্র খুঁজে না পায় তবে আমরা আরও বড় আন্দোলনের পথে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *