ASANSOL

বাবুলকে নিয়ে কটাক্ষ দাশুর, উপনির্বাচন দেরি করে করাতে চাইছে শুধু 

বেঙ্গল মিরর, আসানসোল ঃ বাবুল সুপ্রিয় কে নিয়ে তৃনমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন। দাশু নিজের ফেসবুকে লিখেছেন গতকাল বাবুল সুপ্রিয়র বক্তব্য শুনছিলাম, আমি বুঝতে পারছি না বাবুল কি করতে চাইছে, একদিকে বলছে রাজনীতি থেকে সন্ন্যাস নেবো,রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক কথা বলব না,অন্য দলে যাব না,কিন্তু  সাংসদ হিসেবে পাঁচ বছর থাকবো.আজ পর্যন্ত এরকম দৃশ্য ভারতবর্ষের রাজনীতিতে কেউ কখনো দেখেনি আর সেটাই বাবুল সবাইকে দেখাতে চাইছে.

আমরা যারা রাজনীতি করি বুঝে গেছি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে ছিল তার,কিন্তু নাড্ডা এবং ও অমিত শাহ এর সাথে দেখা করার পর সেই ইচ্ছার বদল ঘটেছে,কারণটা আপনারা সবাই বুঝতেই পারছেন নিশ্চয়ই.মানুষ কি বোকা আছে? সবাই সবটা বুঝতে পারছেন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ভালো করে জানে,বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ার পর ওই আসনটিতে নির্বাচন হলে বিজেপি সেটাকে ধরে রাখতে পারবে না,তৃণমূল জিতবে সেটা.পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার পর বিজেপি কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ভালো করে সেটা  বুঝে গেছে তাই জন্য উপনির্বাচন দেরি করে করাতে চাইছে শুধু 

মোদী অমিত শাহ, হিন্দু-মুসলিম,ভারত-পাকিস্তান-চাইনা, মন্দির-মসজিদ করে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না এই দল সাধারণ_মানুষ এই ব্যাপক মূল্যবৃদ্ধির জন্য জেরবার হয়ে পড়েছে,সেই দিকে আপনারা আগে নজর দিন ক্ষমতা থাকলে তাড়াতাড়ি নির্বাচনগুলো করুন, বাতেলাবাজি সব বেরিয়ে যাবে আর বাবুলকে ওই আসনটা ছাড়তে বলুন আর আপনাদের কত ক্ষমতা সেটা রাজনীতির মাঠেই বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *