ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

গবাদি পশু জাতীয় সড়কের ও জিটি রোডের উপর না ছাড়েন পশু পালনকারীরা পুলিশের মাইকিং

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা ও কুলটি ট্রাফিক গার্ডের যৌথ উদ্দ্যোগে এলাকার জন সাধারণের জন্য মাইকিং করে সূচনা দেন সুচনাটি হলো যে, যে সব মানুষ গবাদিপশু পালন করে থাকেন তাদের উদ্দেশ্যে এলাকায় মাইকিং করে প্রচার করে সূচনা দেন যে গবাদি পশু পালন কারীদের উদ্দেশ্যে এই সূচনা যেন গবাদি পশু পালনকারীরা তারা যেন কোনো মোতে তাদের গবাদি পশু জাতীয় সড়কের ও জি টি রোডের উপর না ছাড়েন

তাই এই মাইকিং করে প্ৰচার করেন !কারণ প্রায় সময় দেখা যাই জি টি রোডের উপর বা জাতীয়সড়কের উপর গবাদি পশু দেখাযায় এবং অনেক সময় দুর্ঘটনা হয় এবং গবাদি পশুর মৃত্যু হয় এবং দুর্ঘটনাতে পথচারী থেকে যানবাহন প্রায় গবাদি পশুর জন্য দুর্ঘটনা ঘটে থাকে !তাই এই সূচনা দেন কুলটি থানা ও কুলটি ট্রাফিক গার্ড যৌথ উদ্যোগে গবাদি পশু পালন কারীদের তারা যেন তাদের গবাদি পশু জাতীয় সড়কের বা জি টি রোডের উপর না ছেড়ে দেন !

Leave a Reply