ASANSOLBengali News

আসানসোল পৌর কর্পোরেশনের তিন নম্বর বোরোর পক্ষ থেকে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল পৌর কর্পোরেশনের তিন নম্বর বোরোর কৃষ্ণলাল স্কুলে শুক্রবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রশাসক
অমরনাথ চ্যাটার্জি ।তিনি প্রথমে কৃষ্ণলাল চ্যাটার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান।এরপর অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে পৌরপিতা অমরনাথ চ্যাটার্জী সকল দাতাদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন।রক্তদান শিবিরে মোট ৩০ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়। চ্যাটার্জি বলেন যে রক্ত ​​দানই সবচেয়ে মহৎ দান এবং প্রত্যেক মানুষের জীবনে রক্তদান অবশ্যই করা উচিত।


এই অনুষ্ঠানে এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অনির্বাণ মুখোপাধ্যায়, রবি চ্যাটার্জী, চন্দন কুমার মাহাতো,সুব্রত চ্যাটার্জী, গৌতম ঘোষ,বাবন দাস, রাজু রায়, রিন্টু গাঙ্গুলী, রাজা গুপ্ত, সঞ্জয় ঘোষ, ওয়াশিমুল হক, বিলাল খান অশোক পাত্র, পার্থ ভট্টাচার্য, বোরো ক্লার্ক অরুণ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *