ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

চরণপুরে বিশাল ধস, আতঙ্কে গ্রামবাসী

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাট তলায় ব্যাপক কয়েকদিন বৃষ্টিতে কালীমন্দিরের এক সাইডে দেখা গেল ধস ঘটনাটি ঘটেছে কাল রাত্রের দিকে খবর পেয়ে ভানোরা কোলিয়ারি ECL সিকুরুটি আর সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছে। তারা ধস কবলিত জায়গাটিকে মেশিন লাগিয়ে পরিপূর্ণ করে দেয়ার কাজ আরম্ভ করল স্থানীয় মানুষের বক্তব্য এই কালী মন্দিরটি পুরনো আমরা কিছুদিন হচ্ছে প্রাচীরের কাজ আরম্ভ করেছিলাম কিন্তু হঠাৎই জল বৃষ্টির কারণে এক সাইড পুরো ধসে যায়।


জানা গেছে এইখানে আজ থেকে বহু বছর আগে ডবল কল কোম্পানি এসে তারা কয়লা উত্তোলন করত তারপরে তারা যাওয়ার পরে জায়গাটাকে এমনি ছেড়ে দিয়ে চলে যায় যার পরিণাম আজ আমরা এইগুলো চরণপুর এর মধ্যে দেখা যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *