BARABANI-SALANPUR-CHITTARANJAN

দোমহানি বাজার পোস্ট অফিসে বিগত দু মাস ধরে প্রিন্টিং মেশিন খারাপ, সমস্যায় সাধারন মানুষ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা :-দুমাস ধরে দোমোহানি বাজার পোস্ট অফিসে প্রিন্টিং মেশিন খারাপ থাকার ফলে সমস্যায় পড়েছে বহু মানুষ ।
জানাগেছে যে বারাবনি ব্লকের দোমহানি বাজার সংলগ্ন একমাত্র পোস্ট অফিসে বিগত দুই মাস ধরে প্রিন্টিং মেশিন খারাপ হয়ে রয়েছে।যার ফলে যারফলে টাকা তুলতে গিয়ে সমস্যায় সম্মুখীন হচ্ছে সাধারণ পোষ্ট অফিসের গ্রাহকরা ।তাছাড়া পোস্ট অফিসে টাকা তোলার কোন ফর্মও পাওয়া যাচ্ছে না।ফর্ম জেরক্স করে টাকা তুলতে হচ্ছে ।তাছাড়া নতুনখাতা খুলতে হলে গ্রাহকদের জেরক্স করে নিয়ে এলে তবেই খাতা খুলে দেবে বলে জানান গ্রাহকেরা।ব্যাপক অসুবিধা দেখা দিয়েছে সকলের ।

তবে এই বিষয়ে দোমোহানি পোস্ট অফিসের পোস্ট মাস্টার
শ্রী ঋতেশ কুমার সাহা জানান যে প্রায় দেড় থেকে দুই মাস ধরে মেশিন খারাপ হয়ে পড়ে আছে আমরা হেড পোস্ট অফিসকে জানিয়ে দিয়েছি।আমাদের এই দোমোহানী পোস্ট অফিসের মধ্যে আরো পাঁচটা ছোট ছোট পোস্ট অফিস জড়িয়ে দেওয়া হয়েছে ওই পোস্ট অফিসগুলি হল জামুড়িয়া ব্লক এর বিরকুলটি পোস্ট অফিস,চুরুলিয়া পোস্ট অফিস,কেলেজোড়া পোস্ট অফিস,বারাবনি গ্রাম পোস্ট অফিস,আর চরণপুর পোস্ট অফিস।আর এই অফিসের কারনে ওই পাঁচটা পোস্ট অফিস গুলিতেও একই সমস্যা।

Leave a Reply