শিল্পাঞ্চলের খ্যাতনামা চিত্রশিল্পী সত্যেন গাঙ্গুলী প্রয়াত
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের বিশিষ্ট চিত্রশিল্পী সত্যেন গাঙ্গুলী প্রয়াত হলেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। তার মৃত্যুতে শিল্পাঞ্চলের সাংস্কৃতিক জগতের মানুষের মধ্যে শোকের আবহ। বেশ কিছুদিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন এবং ইসকো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কয়েকদিন আগে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু হঠাৎ আজ ভোর ৪ টে ৩০ মিনিটে তিনি পরলোকগমন করেন।
প্রয়াত চিত্রশিল্পীর দেহ প্রথমে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হয় এবং পরবর্তীকালে আর্ট গ্যালারি হয়ে বার্নপুরের ভারতী ভবনে তার দেহ কিছুক্ষণের জন্য রাখা হয় এবং এরপর দামোদর অভিমুখে রওনা হয়।
তাঁর মৃত্যুতে মন্ত্রী মলয় ঘটক, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য টিএমসি সচিব ভি শিবদাসন দাশু, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী, সমাজকর্মী সুদেষ্ণা ঘটক, শর্মিলা ব্যানার্জি, সাংবাদিক ও চিত্রশিল্পী দেবব্রত ঘোষ, সুবর্ণা রায়, বাচিক শিল্পী সোমা বিশ্বাস, নাট্যকর্মী স্বপণ বিশ্বাস, চিত্রশিল্পী পার্থ নাগ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল প্রেস ক্লাবের প্রতিনিধিরা, আর্য সমাজের সভাপতি জগদীশ কেডিয়া, ফসবেকির সিনিয়র সহ-সভাপতি ড: পবন গুটগুটিয়া, পশ্চিম বর্ধমান জেলা চেম্বারের জগদীশ বাগরী, ভি কে ঢাল, ক্রেডাই এর বুলু চ্যাটার্জী, বিনোদ গুপ্ত, কোলফিল্ড টিম্বার অ্যাসোসিয়েশনের সঞ্জয় তিওয়ারি, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, পশ্চিম বর্ধমান প্রেসক্লাব, আসানসোল ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব, প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, গৌর শর্মা, হর্ষদেব মুখোপাধ্যায় ও অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।