স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা না পাওয়ার অভিযোগ, কুলটির এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, সংবাদ সংগ্রহ করতে বাধা সাংবাদিকের সাথে দুর্ব্যবহার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে বিনামূল্যে চিকিৎসার বাবস্থা প্রদান করা হয়েছে ।কিন্তু এই কার্ডের মাধ্যমে কার্ড ধারকদের বিনামূল্যে চিকিৎসার সুবিধা থাকলেও বহু ক্ষেত্রে নার্সিং হোম গুলিতে সেই চিকিৎসা পাওয়া যায়না ।সেরকমই
আবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতাল থেকে মিলছেনা সাস্থসাথী কার্ডের থেকে চিকিৎসা পরিষেবা এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা ।
এমনই অভিযোগ পেয়ে কুলটি ব্লকযুব তৃনমুলের সভাপতি শুভাশিস মুখার্জী ওই শ্রী নামক হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বলেন ।তিনি হাসপাতাল কতৃপক্ষ কে বলেন সাস্থ সাথী কার্ডের বিনিময়ে কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছেনা। কিন্তু হাসপাতাল এর তরফে কোন সদুত্তর না মেলায় কুলটি ব্লক যুব তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে ওই বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান হয়।
এই বিষয়ে রোগীর পরিজনদের সাথে কথা বলে উঠে আসে চাঞ্চল্য কর তথ্য। রোগীর পরিজনেরা জানান যে তাদের পথ দুর্ঘটনার ফলে আহত অবস্থায় এই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং হাসপাতালে সাস্থসাথী কার্ড দেখানো হয় কিন্তু হাসপাতাল থেকে সাস্থসাথী কার্ড দেখে বেড নেই বলে জানান রোগীর পরিজন দের এবং বিনা চিকিৎসায় বেশ কিছুক্ষণ রেখেদেন। কিন্তু যখন ধার করে টাকা এনে হাসপাতালে জমা করার মাত্র চিকিৎসা শুরু হয়ে যাই তাহলে সাস্থসাথী কার্ড করে কী দরকার যখন পরিষেবা পাওয়া যাবেনা বলে বলেন রোগীর পরিজনেরা ।
এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃনমুল কংগ্রেস সভাপতি শুভাশিস মুখার্জী বলেন যে এই হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মানুষের চিকিৎসার জন্য সাস্থসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা করতে কোনো রোগী এলে বেড নেই বলা হয় আবার সেই রোগীর পরিবার যখন টাকা দিয়ে চিকিৎসা করান তখন বেড ও চিকিৎসা শুরু হয়ে যাই ।
এবং হাসপাতাল থেকে দুর্ব্যবহার পর্যন্ত করা হয় একই সাথে তিনি আরো বলেন যে সাংবাদিক ছবি তুলতে গেলে হাসপাতালের নিরাপত্তা কর্মী ক্যামেরার সামনে ক্যামেরা বন্ধ করতে বলেন সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করেন সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে হাসপাতাল কতৃপক্ষ বাহুবলি শক্তি প্রদর্শন করে সাধারণ মানুষের টাকা লুট
চক্রান্ত করছে এইটাই বিষয় ।
CMOH কে স্বাস্থ সাথির কার্ডের বিনিময়ে চিকিৎসা এই হাসপাতাল থেকে না দেওয়ার অভিযোগ জানানো হয়েছে এবং CMOH আশ্বাস দেন বলে জানান কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস মুখার্জী ।তবে এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা বন্ধ করতে বলেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং সংবাদ সংগ্রহে বাধার সৃষ্টি ও দুর্ব্যবহার করেন হাসপাতাল কতৃপক্ষের নির্দেশে ওই কর্মরত নিরাপত্তা রক্ষী ।
এই বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের কোনো পতিক্রিয়া মেলেনি ।ঘটনাস্থলে হাসপাতাল কতৃপক্ষের সংবাদ সংগ্রহের বাধা ও দূরব্যবহার কথা সাংবাদিক রা কুলটি থানা তে জানালে তৎক্ষণাৎ হাসপাতালের মালিক ও ওই নিরাপত্তা কর্মী কে কুলটি থানার পুলিশ থানায় ডেকে পাঠান ও থানাতে হাসপাতাল কতৃপক্ষ ও এবং সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করেছিলেন ওই নিরাপত্তা কর্মী তার ভুল স্বীকার করে নেন ।