বিজেপি গদি ছাড়ো ” শ্লোগান তুলে আসানসোলে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ আগষ্টঃ ” বিজেপি গদি ছাড়ো ” স্লোগান তুলে সোমবার আসানসোলের জিটি রোড ও হটন রোডের সংযোগস্থলে সিটি বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ করলো আসানসোল কংগ্রেসে। সকাল এগারোটা থেকে শুরু হয়ে এই অবস্থান বিক্ষোভ দুপুর দুটো পর্যন্ত চলে।
এদিনের আন্দোলন প্রসঙ্গে কংগ্রেস নেতা শাহ আলম বলেন, দেশে এখন মোদি সরকার চলছে। এই সরকার গোটা দেশটাকে বিক্রি করে পরিকল্পনা করেছে।
এই সরকারের আমলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই অগ্নি মূল্য। মানুষের হাতে কোন কাজ নেই। তিনি আরো বলেন, এই সরকার সব লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্থা নিজেদের কিছু পুঁজিপতিদের বিক্রি করে দিচ্ছে। ৭৭ বছর আগে এই দিনে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিলো। এই বছর এদিন থেকে ‘ বিজেপি গদি ছাড়ো ‘ আন্দোলন শুরু করা হলো। এই সরকার না গেলে দেশ বাঁচবে না। এদিনের আন্দোলনে অন্যদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ পুইতুন্ডি ও প্রাক্তন কাউন্সিলর অশোক রায় চণ্ডী ব্যানার্জি, ফিরোজ খান, সৌমাদিত্য রাই, বন্দনা রাই, প্রেম সিং, শ্রীলতা ব্যানার্জি, মো। সমীর, রাজীব সিনহা এবং অন্যান্য কর্মীরা জড়িত ছিলেন।