BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

অর্থের বিনিময়ে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে, ফাঁড়ির সামনে বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে যুব তৃনমুল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। পৌরনিগমের ১৬নম্বর ওয়ার্ডের চলবলপুর গ্রামের বাসিন্দা মন তোষ মুখার্জী নামক এক ব্যাক্তি তিনি এলাকায় তৃনমুল কর্মী বলে পরিচিত।তার বিরুদ্ধে টাকা নিয়ে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আনলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী।
ওনার অভিযোগ এলাকার বেশ কিছু মানুষের কাছে সরকারি প্রকল্পের নানান সুযোগ সুবিধা করে দেয়ার প্রলোভন দেখিয়ে এলাকার বেশ কিছু মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে মন তোষ মুখার্জী।


তাই শেষ পর্যন্ত এলাকার বেশ কিছু মানুষ কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে অর্থনৈতিক প্রতারণার অভিযোগ দায়ের করেন এবং অবস্থান বিক্ষোভ করেন।যদিও এই বিক্ষোভে তাদের মূল দাবি প্রতারণাকারী মনতোষ মুখার্জীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।কিন্তু তৃনমুল কংগ্রেসের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন যে অভিযোগ করার পরেও এখন প্রতারণাকারী মনতোষ মুখার্জী কে পুলিশ গ্রেফতার করেনি। কারণ কোনো প্রভাবশালী ব্যাক্তির হাত আছে তার মাথার উপর তাই পুলিশ গ্রেফতার করছে না হয়তো।বিশ্বজিৎ চ্যাটার্জী আরো বলেন যে এই ভাবে যদি দলের কিছু মানুষ প্রতারণাকারীদের সহযোগিতা করে তবে দল বদনাম হবে।বড় বড় নেতাদের সঙ্গে ফটো তুলে তাদের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা এটা আমি মানবো না।


ওপর দিকে যে তৃনমুল কর্মী যার নামে সাধারণ মানুষকে প্রতারনা করার অভিযোগ মনতোষ মুখার্জী জানান এই অভিযোগ ভিত্তিহীন, তিনি জানান তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।তিনি পাল্টা যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর বিরুদ্ধে অভিযোগ করেন,বলেন তিনি দল বিরোধী কাজ করেন,দলে থেকে বিজেপির হয়ে প্রচার করতে বাধ্য করেন।এর প্রমাণ এই বিধানসভা নির্বাচনে পাওয়া গেছে।তিনি যুব রাজ্য সম্পাদক পদে থেকেও এই বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে।এবং দলের সাথে ও প্রার্থীর সাথে বিশ্বাস ঘাতক কাজ করেছে।
আমি নিজে আগে ওর সাথে দল করতাম কিন্তু নির্বাচনে আমি ওর কথা রাখিনি,বিজেপির হয়ে প্রচার করিনি বলে আমাকে তারা সবাই মিলে বদনাম করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *