ASANSOL

স্বাধীনতা দিবস ও মহরমের আগে শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের রুটমার্চ

বেঙ্গল মিরর আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত:
স্বাধীনতা দিবস ও মহরম এর আগে আসানসোল শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত আসানসোল দক্ষিণ থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় রুটমার্চ করেন। সামনে থেকে রুটমার্চের নেতৃত্ব দিতে দেখা যায় আসানসোল দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর পুলক দাস এবং লেডি সাব-ইন্সপেক্টর শিউলি মন্ডলকে। প্রায় শখানেক সশস্ত্র পুরুষ ও মহিলা জওয়ানকে আসানসোল দক্ষিণ থানার সামনে থেকে প্রথমে ট্রাফিক কলোনি এবং পরবর্তীকালে বস্তিন বাজার , আসানসোল বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে টহল দিতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই টহলদারী মাধ্যমে মানুষের মনে “কনফিডেন্স বিল্ডিং” করা হল এবং আগামীদিনেও জারী থাকবে। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ও মহরম এর দিনে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ বদ্ধপরিকর এবং এ ব্যাপারে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *