RANIGANJ-JAMURIA

সরকারের বিভিন্ন কর্মসূচিতে দলবাজি চলবে না, পঞ্চায়েতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : রাণীগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 9 দফা দাবি নিয়ে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ কর্মসূচি। দুয়ারে সরকার লক্ষী ভান্ডার এর সরকারের বিভিন্ন কর্মসূচিতে দলবাজি এবং সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না। ১০০ দিনের কাজের দুর্নীতি বন্ধ করতে হবে রাজনীতির রং দেখে কাজ দেওয়া চলবে না। ১০০ দিনের কাজ ২০০ দিন করতে হবে। করণা চলাকালীন সকলকে ভ্যাকসিন দিতে হবে। এলাকাবাসীদের স্বার্থে বক্তারনগর রঘুনাথ চক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন এর ব্যবস্থা করতে হবে।

টুমোরো বাজার থেকে বক্তারনগর পর্যন্ত রাস্তাটি সংস্কার করতে হবে। বল্লভপুরের পেপারমিল ফুটবল মাঠ ও রঘুনাথ চক ফুটবল মাঠটি অবিলম্বে সংস্কার করতে হবে। এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে বল্লভপুরের প্রধান মমতা প্রসাদকে স্মারকলিপি প্রদান করে। মমতা প্রসাদ জানান ১০০ দিনের কাজ কোন সমস্যা হওয়ার কথা নয় কেননা এটা পঞ্চায়েত থেকেই করা হচ্ছে যাতে কোনো দুর্নীতি না হয় সকল মানুষ যেন কাজ পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ভ্যাকসিন এর ব্যাপারে বলেছেন ভ্যাকসিন আমাদের এলাকায় ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে যাতে এলাকার মানুষ ভ্যাকসিন ঠিকমতো পায় তার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে। আর আমাদের মমতা ব্যানার্জির সরকার বলেছেন যাতে মানুষ সব রকম সুবিধা পায় যাতে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত না হয়। তাই আমাদের সকলের উচিত মানুষ যাতে সরকারের সমস্ত রকম সুবিধা পায় সেদিকে নজর রাখা দরকার এবং আমরাও রাখছি।

Leave a Reply