ASANSOLBengali News

নিউ হিলভিউ নার্সিংহোমের উদ্যোগে বেসিক লাইফ সাপোর্ট লাইভ ট্রেনিং ক্যাম্প

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ আগষ্টঃ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার বিকালে আসানসোলের এসবি গরাই রোডের নিউ হিলভিউ নার্সিংহোমের উদ্যোগে নার্সিং হোমে ” বেসিক লাইফ সাপোর্ট লাইভ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়। সহযোগীতায় ছিলো লায়নস্ ক্লাব আসানসোল এক্সিস। এদিনের ক্যাম্পে মুল প্রশিক্ষক হিসাবে প্রথমে একজন অসুস্থ মানুষকে হাসপাতাল বা নার্সিং হোমে নিয়ে যাওয়ার আগে বেসিক লাইফ সাপোর্টের মাধ্যমে তার শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, কি কি করণীয় তা হাতে কলমে করে দেখান আসানসোল শিল্পাঞ্চল তথা আসানসোল জেলা হাসপাতালের অস্থি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নির্ঝর মাজি।

এরপর ক্যাম্পে থাকা মানুষদের মধ্যে দুজনের এক একটি দল চিকিৎসকের দেখানো বেসিক লাইফ সাপোর্ট করে দেখান। প্রশিক্ষক হিসাবে থাকা আরো এক চিকিৎসক ডাঃ পিএস গুপ্ত ক্যাম্পে ” অটোমেটিক এমারজেন্সি ডিফ্রিলেটার ” র কার্যকারিতা কি, তা করে দেখান। এছাড়াও ছিলেন চিকিৎসক ডাঃ শুভ মাইতি, ডাঃ আফরিন নৌশাদ ও ডাঃ সূর্য শেখর সরকার। সবচেয়ে ক্যাম্পে অংশ নেওয়া দলগুলোর মধ্যে চারটি দলকে ভালো পারফরম্যান্স করে দেখানোর জন্য নার্সিং হোমের তরফে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *