ASANSOL

বৃদ্ধদের ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে স্বাধীনতা দিবস পালন করলো দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-৭৫তম স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন করে বৃদ্ধদের ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে দিনটি অভিনব ভাবে পালন করলো দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস।এদিন সর্ব প্রথম মহাত্মা গান্ধীর চিত্রতে মাল্যদান করে বৃদ্ধ ব্যক্তিদের দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা মনোজ তেওয়ারী।তাছাড়া এলাকার প্রায় ৭০জন বৃদ্ধকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় তাছাড়া এলাকার ছাত্রছাত্রী দের মনবল বৃদ্ধি করতে তাদের একটি করে মোমেন্ট,জেনারেল লজের বই,খাতা ও পেন দিয়ে সম্মান জানানো হয়।


এই অনুষ্ঠান প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তেওয়ারী বলেন,গুরুজন দের আশীর্বাদ নিয়ে আজকের দিনটি পালন করা হলো তাছাড়া যুবক যুবতীদের পড়াশোনায় আর ও মনবল বৃদ্ধি করতে তাদের বই খাতা ও মোমেন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মবিন খান, রামচন্দ্র সাউ,সন্তোষ গোডোয়, শনি সিং,বিজয় সিং,রামকুমার মিশ্র,গোবিন্দ তেওয়ারী,নিমাই রায়,অক্ষয় লায়েক,রাজকুমার তেওয়ারী,প্রকাশ তেওয়ারী সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *