BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি বিধায়কের উদ্যোগে স্বাধীনতা দিবসে ম্যারাথন দৌড়

বেঙ্গল মিরর, কাজল মিত্র : ৭৫তম স্বাধীনতা দিবসের দিন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়।যেখানে প্রায় ৮০জনের বেশি যুবক যুবতী অংশ গ্রহণ করেন।
এদিন সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত লেফট ব্যাংক কল্যানেশ্বরী থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ফিতে কেঁটে সবুজ ঝাড়া দেখিয়ে শুভ সূচনা করেন তৃণমূল নেতা মনোজ তেওয়ারী ও মবিন খান। রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের এসে এই ম্যারাথন সম্পন্ন হয়।এই প্রতিযোগিতায় অংশকারীদের মধ্যে ৩জন যুবক ও ৩জন মহিলাকে প্রথম,দ্বিতীয়, তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।


তাছাড়া প্রতিযোগিতায় ১৫জন অংশকারীদের মেডেল পরিয়ে সন্মান জানানো হয়।তাদের হাতে পুরস্কার তুলেদেন জেলা পরিষদ কর্মদক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তেওয়ারী বলেন যুব সমাজকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে বিধায়ক বিধান উপাধ্যায় উদ্যোগ নেন এই প্রতিযোগিতার।প্রায় ১২ কিলোমিটার ম্যারাথন দৌড়টি করানো হয়,এতে যুব সমাজের দৌডের প্রতি আরো বিভিন্ন খেলার প্রতি আগ্রহ বাড়বে।

Leave a Reply