BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে তিরপল ও ফুটবল বিতরণ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামজুড়ি গ্রামে আজ 15 ই আগস্ট 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামে আজ সিধু কানু মাঠে পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য Asit Sing এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, উপপ্রধান ময়না মুর্মু বিশিষ্ট শিক্ষাবিদ যদুনাথ রায় বারাবনি ব্লক যুব শক্তির পক্ষ থেকেএই মাঠেই বিধায়কের হাত দিয়ে কয়েকটি গাছ লাগানো হয় 30 টি পরিবারকেহাতে তিরপল বিতরণ করা হয় আর ছোট ছোট বাচ্চাদের ফুটবল বিতরণ করেন।

Leave a Reply