দেন্দুয়া মোড়ে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করলেন যুব নেতা মুকুল উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-৭৫তম স্বাধীনতা দিবসের দিনে দেন্দুয়া মোড়ে তৃণমূল কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন যুব নেতা মুকুল উপাধ্যায়।এদিন দেন্দুয়া মোড়ে নতুন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিষ্ঠ তৃণমূল নেতা দিলীপ চৌধুরী ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোঃ আরমান।




এই প্রসঙ্গে সালানপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোঃ আরমান বলেন আজকের দিনে যুব নেতা মুকুল উপাধ্যায়ের হাত দিয়ে আঞ্চলিক দলীয় কার্যালয়ে উদ্বোধন করা হয়।এই কার্যালয়ে থেকে দেন্দুয়া অঞ্চলের সমস্ত মানুষ সরকারি সুবিধা জানতে পারবে এবং উপকৃত হবে।
তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,দেন্দুয়া পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি, উপপ্রধান রঞ্জন দত্ত,যুবনেতা বিশ্বজিৎ চৌধুরী,মহেশ্বর চৌধুরী,কাজল দত্ত,সুপ্রকাশ মাজি(মাস্টার দা),ইন্দ্রনারায়ণ দত্ত সহ আরো অনেকে।