BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকে ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে পালিত হল খেলা দিবস

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকের এই ১৬ ই আগস্ট দিনটি রাজ্য জুড়ে খেলা দিবস হিসেবে পালিত হচ্ছে ।আর তাই জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হিন্দুস্থান কেবলস এর দুইনম্বর দুর্গাপূজা মাঠে ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে পালিত হল খেলা দিবস এছাড়াও এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় কে তৃতীয় বারের জন্য বিধায়ক হবার জন্য সম্মানিত করা হয় জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত এর পক্ষ থেকে।

এদিন বিধায়ক নিজে ফুটবল খেলে খেলা দিবসের দিন ফুটবল টুর্নামেন্ট এর সুভ সূচনা করেন ।একদিনের এই ফুটবল টুর্নামেন্টের দূরদূরান্ত থেকে বহু প্রতিযোগি অংশ গ্রহন করেন।
বিধায়ক ছাড়াও এদিন জেলাপরিষদের করমাধ্যক্ষ মহম্মদ আরমান,ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ।জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল, সদস্য অপর্ণা রায়, সদস্য সুজিত মোদক,প্রদীপ পন্ডিত সহ অনেক উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *