Bengali NewsWest Bengal

লোকাল ট্রেন বাদে প্রায় সবকিছুর ক্ষেত্রেই ছাড়, নতুন নির্দেশিকায়

বেঙ্গল মিরর, কলকাতা: লোকাল ট্রেন বাদে প্রায় সবকিছুর ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। সোমবার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও বহু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর পক্ষ থেকে প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে এ বার থেকে মিউজিয়াম এবং বিনোদনমূলক পার্ক খোলা যাবে। একই সঙ্গে করোনা বিধি মেনে তথ্য এবং তথ্য প্রযুক্তির দফতরে ১০০ শতাংশ হাজিরা নিয়ে কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদন শিল্পের ক্ষেত্রেও ১০০ শতাংশ হাজিরা-সহ কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে নবান্ন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে।


উল্লেখ্য, এর আগের নির্দেশিকায় রাজ্য সরকার নাইট কার্ফুর সময়সীমা শিথিল করেছিল। এবং বার-রেস্তোরাঁ ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। গত শুক্রবার রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে রাজ্যে দোকানপাট, বার-রেস্তোরাঁ রাত সাড়ে ১০ টা পর্যন্ত খুলে রাখা যাবে। আগে এই ছাড় ছিল রাত ৮টা পর্যন্ত। ১৫ অগস্ট থেকে এই শিথিলতা বলবৎ হয়। যদিও রাত সাড়ে ১০ টার পর কোনও ভাবেই বার-রেস্তোরাঁ খোলা রাখা যাবে না বলে জানিয়েছে নবান্ন। কারণ রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এখনও কার্যকর থাকছে নাইট কার্ফু। একই সঙ্গে সিনেমা হল, প্রেক্ষাগৃহ, থিয়েটার-সহ সুইমিং পুল এবং খেলার স্টেডিয়াম ৫০ শতাংশ দর্শকদের উপস্থিতি নিয়ে খোলা যাবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *