ASANSOL

খনি গর্ভে কয়লার ছাদ চাপা পড়ে সিনিয়র ওভারম্যানের মৃত্যু, আইএনটিইউসির শাখার সহ সভাপতি ছিলেন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ আগষ্টঃ খনি গর্ভে কাজ করতে নেমে আচমকাই ভেঙে পড়া কয়লার ছাদ চাপা পড়ে মৃত্যু হলো এক কর্মীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলে ইসিএলের সোদপুর এরিয়ার মেনধেমো কোলিয়ারিতে। আসানসোলের হিরাপুর থানার বিসি কলেজ রোডের সেন্ট্রাল পার্কের বাসিন্দা মৃত কর্মীর নাম সঞ্জয় মাজি (৫৩)। তিনি মেনধেমো কোলিয়ারিতে সিনিয়র ওভারম্যান পদে কর্মরত ছিলেন। এদিন বিকালে আসানসোল জেলা হাসপাতালে ইসিএল কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়। মৃত সঞ্জয় মাজি শ্রমিক সংগঠন আইএনটিইউসির মেনধেমো কোলিয়ারি শাখার সহ সভাপতি ছিলেন।


ইসিএল সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো সোমবার সকাল সাড়ে দশটার পরে মেনধেমো কোলিয়ারির ম্যানেজার, এজেন্ট সহ অন্যদের সঙ্গে খনি গর্ভে কাজ করতে নামেন সিনিয়র ওভারম্যান সঞ্জয় মাজি। সবার সঙ্গে খনি গর্ভে তিনি অন্যদের পেছনে পেছনে এগিয়ে যাচ্ছিলেন। আচমকা খনি গর্ভে বেশকিছুটা কয়লার ছাদ ( কয়লার চাঁই) ভেঙে পড়ে। সেই কয়লার তলায় চাপা পড়ে যান সঞ্জয় মাজি। অন্যরা দৌড়ে আসেন। গুরুতর জখম অবস্থায় তাকে খনি গর্ভ থেকে উপরে তুলে কোলিয়ারির স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আসানসোলের কাল্লায় ইসিএলের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের তরফে আসানসোল উত্তর থানার পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর ( ইউডি) মামলা করা হয়েছে।
এদিকে এই ঘটনায় মেনধেমো কোলিয়ারির কর্মী ও আধিকারিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিনিয়র ওভারম্যানের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতা হিসেবে কোলিয়ারিতে সঞ্জয় মাজি খুবই জনপ্রিয় ছিলেন। এই ঘটনায় অন্য শ্রমিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন। ইসিএলের তরফে জানানো হয়েছে, দ্রুত মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি ও তার প্রাপ্য সবকিছু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওনার মৃত্য়ুতে গভীর শোক প্রকাশ করেছেন কোলিয়ারি মজদুর য়ুনিয়নের সাধারন সম্পাদক চন্ডী ব্য়ানার্জী, দেবাশিষ রায় চৌধুরী, বাদল মিশ্র, নীলোৎপল রায় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *